অনেক দিন অনেক বছর পর
রাত নিশীথে ঘুমের ভেতর,
শুনি চেনা পায়ের ঝংকার
ধরতে গেলে গাঢ় অন্ধকার।
এতদিন পরে মনে পড়ে
ঝন ঝন সেই প্রিয় নূপুরে
কতকাল ডুবে থাকি না
প্রিয় বুকের ছোট পুকুরে ।
কত অজস্র দিন তুমি-বিহীন
নির্জনতা ভাঙ্গা অলস দুপুরে
ঘুমন্ত বাসনা জেগে উঠে না
রাঙ্গা পায়ের চেনা নূপুরে।
কতদিন তোমার আগুন প্রলয়
পুড়ে না এই ব্যাকুল হৃদয়,
স্নিগ্ধ লাবণ্য শরীরে জোছনার জোয়ার
ওষ্ঠে চিবুকে চোখে আসেনা আবার।