আকাশ রঙিন উদ্ভাসিত ভুবন ,
লেগেছে নতুন আলোর বিস্ফোরণ
জাগো তরুণী জাগো তরুণ
এসো তরুণী এসো তরুণ,
আর নও তুমি নি:সংগ একা
হাতে হাত দেহ মনে ঝাকানাকা
দেখো ডাকছে প্রাণের ধামাকা
আহা উচ্ছ্বাস টানের ধামাকা ,
ধামাকা ধুম ধারাক্কা
ধুম ধারাক্কা মারো চার ছক্কা ,
ধামাকা তারুণ্যের উৎসব
ধামাকা দামালের অনুভব ।
ধামাকা ফেসবুক টুইটার ইন্সটা সেন্সেশন
ধামাকার দৌড়ে দেখো থার্ড জেনারেশন ,
জিএফ বিএফ বলছি কি খামাখা !
ব্রো লোল এনপি আসাপ সব ধামাকা
দুনিয়ার লাগামে টান দিয়ে ধরে থাকা
ধামাকা ধুম ধারাক্কা ধামাকা সব ধামাকা ।