কত দূরে গেলে আসবে কাছে,
দূরত্বের বিশালতায় ভালবাসা বাঁচে।
অভিমানের খেয়া ভেসে যায়
বানের জলে অজানা কোথায়।
তুমি না ডাকলে হবে না সকাল
তুমি না থাকলে আসবে না কাল।
ভোরের আকাশে সূর্য হয়নি লাল,
মনে হয় দেখা হয় না কতকাল ।
তুমি না ছুঁইলে বইবে না বাতাস
তুমি না জাগলে পাব না নি:শ্বাস।
একদিন হারিয়ে যাব চোখের আড়ালে
রাতগুলো কাঁদবে যত্নে বোনা মায়াজালে।