কে কার আপন
বলবেনা কেহ
দেহের ভিতর মন
নাকি মনের ভিতর দেহ ?
বুকের ভিতর লুকান ধন
তাই কি মন ?
মাথার ভিতর মস্তিস্ক যা
মন কি তা ?
মায়া মমতা স্নেহ
মনেতে থাকে তবে
কেন মায়াহীন মমতাবিহীন
ব্যথা পায় দেহ ?
মনেতে লাগলে পাপ
দেহেতে লাগে তাপ,
মনেতে বিঁধলে অন্যায় অভিশাপ
দেহেতে ফুটে তার ছাপ ।