শরতের অনাবিল নরম দুপুর  
ডাকছে মায়াবী পদ্ম পুকুর
দিগন্ত ছুঁয়ে আকাংখার শঙ্খচিল
তোমায় দিব শুভ্র আকাশের গভীর নীল ।

তরনীতে ডানা মেলে পদ্ম বিলে
আবছা রোদে জলের ঝিলমিলে,
একটু শুধু দেখবো তোমার মুখখানি
রূপসী লাবণ্যময়ী দেবযানি ,

জানি তোমায় জানি
ভাল করে জানি
নিজের চেয়ে বেশি
তোমায় খুব ভালবাসি ।

আহা ভরে থাকবে
আভায় পদ্ম বিল
হারিয়ে জুড়িয়ে উড়বে
মন স্বপ্নিল ।

স্নিগ্ধ শরীরে বয়ে চলে
ভালবাসার মেঘদল
বিশুদ্ধ বাতাস হয়ে ছুঁয়ে
যাব অতলের জল ।

বুনন করে এসেছিলাম
একদিন স্বপ্ন রঙিন ফুল ,
ঘুমিয়ে থাকে ফুলের কলি
শিশু গর্ভে তুলতুল ,


তোমার জন্য ফুটেছে সদ্য
একটি বিশুদ্ধ নীল পদ্ম ,
ভালবাসার খুব যত্নে গড়েছিলেম
সে আমাদের অনিন্দ্য প্রেম ।


(শাপাই)