দিওনা আবার আড়ি
তবে মরেই যেতে পারি,
কেন ভুলে যাও
কোথায় কমা কোথায় দাড়ি|
তফাত না করলে
সব হবে এক সারি
জ্বালানী দিলেই কি
শুধু চলে গাড়ী ?
সুখে ধারণ সুখে বরণ
দু:খে অকারণ দু:খ গোপন,
সুখের পরে দু:খ
জীবনের পর মরণ
হাইফেন আর সেমিকোলন;
আবার যদি দাও আড়ি
নিরুদ্দেশে দিব পাড়ি,
জীবনের হিসেব চলে নিখুঁত মাপে
ভুল করলে লাভ হয়না শত পরিতাপে |