নিদ্রাহীন তীক্ষ্ণ আঁখি
অরণ্যের বুক ছুঁয়ে
সবুজের তীরে তৃষ্ণা তরী
বাধে পিঙ্গল পাখি,
স্নেহার্দ নখের আঁচড়ে
ক্ষতটুকু জমায় আপন ঘরে
কপালে লেপটে যাওয়া ব্যথার সিঁদুর
ব্যথায় পাখি উড়ে অচিনপুর,
সবুজের নিবিড় সমারোহে জলমহালে
জল জংগলের তীরে
উড়ে পাখি আকাশের গভীরে
ফিরে আসে রাঙ্গামাটির সবুজ নীড়ে |
স্তব্ধ অন্ধকারের নির্ভার চাঁদ
জোছনায় ডুবে উড়তে পাখির সাধ ,
নক্ষত্রের আলো ছোঁবার বাসনা
আকাশের বুকে মেলেছে স্বপ্নডানা |
মায়া চোখ চেয়ে থেকে ক্লান্ত
যেন বিরহ কাতর সর্বস্বান্ত ,
আর কত পথ আছে বাকী
মিলনের কামনায় ডানা ঝাপটে উড়ে যায় পাখি |