বললেই তোমায় দিয়ে দিব
এই উত্তাল সাগর
এমন যৌবনা হয়ে থেকো
সমুদ্র সারাজীবন ভর,
নিয়তি এমন এক রীতি
না পাওয়াটুকুই হয় স্মৃৃতি,
কোথায় থামব কোথায় নামবো
জানে না তার পরিমিতি।
সাগরের নীল শরীরে
অতল গভীরে ব্যথার ব্যথা,
ফেনিল ঢেউ ডুবে সে'ও
বিজন দু:খের শোক গাঁথা।
গভীর রাতে অথৈ সাগরে
কেন কেঁদে ওঠো এমন
যেন বিস্মৃৃতির সেই ক্ষণ
ফিরিয়ে দেয় সাগরের গর্জন।