চাই বা না চাই
তবুও যে অনিবার্য,
একদিন সবার হবে ছুটি
হয়ে আছে ধার্য্য ।
নাই ত্রুটি নাই বিত্রুটি
তবুও ফুরায় বায়না,
কে কার আগে পাবে ছুটি
কিছুই বলা যায় না ।
আলো নিয়েও বুজে যায়
চোখ দুটি,
প্রাপ্তি ছাড়াই জুটে হায়
এই অপ্রাপ্তির ছুটি ।
জীবন মরণ এক জুটি
তবুও চলে এই বাজির খেলা,
একদিন সবাই পাবে ছুটি
আসবে সময় অসময়ে অবেলা ।