নির্বিকার প্রেমের অবদান
প্রেমিক হয় মহান,
নয়তো অপ্রেমের সেইক্ষণ
ক্যাকটাসে ভরতো মন |
নীল আকাশ ছিল ফিকে
দুটি পথ দুই দিকে,
যে যার পথে হাঁটা
আহা কতকাল আগে সুতাকাটা |
অনিবার্য পথে আচমকা বিঁধে
মায়ার চোরকাঁটা
এমন ভাগ্যের ফাঁদ আঁটা
নিয়তির বলে চলে
জীবনের জোয়ার ভাটা |