এইখানে একদিন ছিল ঘর
মৃত নদীর জমিন বরাবর
গভীর রাতে দু:স্বপ্নে জাগি
আবার যদি আসত বৈরাগী ?
কাছে কিংবা দূর
ভাসে বেদনার সুর
সবুজ ঘাস মায়া মাটি
কৃষ্ণচূড়ার লাল পরিপাটি;
শালিক ঘুঘু চঞ্চল
চড়ায় মায়াবী
ধানক্ষেত রুপো রোদ
বাহারি ছবি ;
যত দূরে যায় চোখ
শস্যক্ষেত আঁকা
ফুরিয়ে গেছে দিন
কষ্ট সুখের নকশীকাঁথা ,
কার্তিকের হাওয়ায়
মিলে গেছে সোঁদা ঘ্রাণ
পাল তোলা নৌকা
হারিয়েছে অদৃশ্য উজান |