ভাবনা পিছে বলে থাক
মন বলে চলে যাক
আশা যেন নির্বাক
চোখের নিচে কেন কালো দাগ ।
দুঃসহ এই দীর্ঘ রাত্রি
অর্থবহ অনিবার্য সত্যি
রাত কাটে নির্ঘুম
নিশাচর পাখির ধুম ।
পুড়লে কি পাই খুঁড়লে কিছুই নাই
যতটুকু পুড়ে ঠিক তাই ততটুকু জুড়ে শুধু ছাই ,
দগ্ধ সময়ের হয় না ভাগ
চোখের নিচে কালো দাগ ।
যে পোড়ায় সে তো জ্বলে না জ্বালায়
যে নেভান সে তো থাকেনা পালায় ,
চোখের ভিতর কালো পাখির ঝাঁক
পাখির সাথে উড়তে চোখের নিচে কালো দাগ ।