নির্ঝরের বেদনা বেঁধে
রাখার নাই কৌশল
এই টুকু অলংকার শেষ সম্বল
বুক বেয়ে নামে দুচোখের জল ।
গভীর নীলে মেঘ-মিলনে মগ্ন
আকাশে হারায় বুকের স্বপ্ন
নক্ষত্রের আড়ালে ডুবে যায়
মায়া আহা বলো না বিদায় ।
পলাতক দিনের আনন্দ যাত্রা
বেদনা-তুর বুক ছাড়িয়েছে মাত্রা
এই অম্ল মধুর বিজন ব্যথা
দু:খ হয়েছে জীবন সুধা ।
কেউ কাউকে ছাড়া হয়না অচল
প্রকৃতির নিয়মে অটুট অটল
তবু চোখের গভীরে অস্থির চঞ্চল
আছে দুচোখের নীরব জল ।