উড়ে গিয়েও ধরে
রাখতে পারে না টান,
পাখির মত ভালবাসা
বুকেতে গভীর ধ্যান।
মন উড়ে পাখির মতোই
পার হয় ভাবনার আসমান
চোখের নদী এত বহে কেন ।
একাই পুড়ে একাই জুড়ে
নাই কিছু বলার
বেদনার সুরে সুরে
শক্তি শুধু বয়ে চলার ।
মন উড়ে পাখির মতোই
পার হয় ভাবনার আসমান
চোখের নদী এত বহে কেন ।
উড়ে গিয়েও ধরে
রাখতে পারে না টান,
পাখির মত ভালবাসা
বুকেতে গভীর ধ্যান।
মন উড়ে পাখির মতোই
পার হয় ভাবনার আসমান
চোখের নদী এত বহে কেন ।
ভালবাসার করাল স্রোতে
চলে না সুখের তরী
মনপাখি উড়াল দিতে বলেনা
তবু কেন উড়ি,
প্রেম ধারায় প্রেমচক্ষু হারায় জ্ঞান
চোখের নদী এত বহে কেন।
(শাপাই )