মনে রেখো
তবু থেকো বুকে
দূর থেকে ডেকো
কাছে নাই তবু আছি
মরে যাই তবু বাঁচি।
রেখো মনে
নয়নকোণে হৃদয়ের অঙ্গনে
সুতনু সুনীল রাতে
আনন্দ নিখিল আঁখিপাতে ।
নয়নকোণে রেখো
তবু শূন্যতায় ছলোছলো
কভু ভুলোনা চোখে
রেখো সদা টলমল।
প্রাণে ভরে মনে রেখো
করপুটে জমিয়ে রেখো
ভুলতে ভুলতে খুলতে
বুকে জমানো সুগন্ধ
এমন করে নয়ন জুড়ে
থেকো সদা চির অন্ধ।