যেতে পারলে এভাবে একা রেখে
কিভাবে থাকব তোমায় না দেখে ,
খুঁজে পেতে করতে পারি সবকিছু
যেখানেই যাও আসব পিছু পিছু |
চোখের পলকে রেখেছি তোমায় এঁকে
চোখ বুঁজি খুলি সেই মুখ দেখে ,
জানি আসবেনা কোন দিন সবুজ নীড়ে
সেখান থেকে কখনও কেউ না ফিরে |
মন মানেনা চির প্রস্থান অপ্রিয় নিয়ম
খুঁজি এই কষ্ট বিনাশের শীতল উপশম
তবুও বাঁচতে হবে দু:খ ভোলানো রঙ মেখে
কেমনে বাঁচব তোমাকে একবার না দেখে |
মায়া গুলো জ্বলন্ত লাভার মত তীব্র পুড়ে
স্মৃতির সেই সুখগুলো বুকের বেদনা খুঁড়ে
একা আসা একা যাওয়া মাঝে কেন দেখা দিলে
মায়া দিয়ে কেনা চির দু:খের নদী বুকে বয়ে চলে |
( খুব কাছের কয়েকজনের চলে যাওয়া আমাকে ভীষণ ভাবে নাড়া দিচ্ছে , আর নিতে পারছিনা , মায়া আমাকে পীড়া দিচ্ছে নিভৃতে )