এক রকম দেখতে
এক রকম চাখতে;
একই ব্যবহারের ধরণ
আছে চিনি আর লবন।

সাদা কে সাদা বললে
হয়না যে পূর্ণ,
আসল সাদা সেই
ভিতরের কালোটা যার চূর্ণ।

সাদা মিঠা সাদা তিতা
সন্ধি করে মন মিতা ,
সাদাতেই  বিনাশ
সাদার ধোঁকায় বসবাস।

পরখ করার আগে
যায় না বোঝা ,
লবন আর চিনির
ফারাক নয় সোজা।

জানেনা অচেনা মন  
কে পর কে আপন ,
বোঝেনা  আসল ধন
কোনটি চিনি কোনটি যে লবন।