চেয়েছি আরও চাইতে থাকব
যতক্ষণ আছে দম,
মরে গেলেও ভালবাসার
হবে না একচুল কম।
তোমার কথা মনে হলে
চোখ ভিজে যায় জলে
এই অশ্রু আমায় বলে
একদিন মধুর মিলন হবে।
ভাবি এটা কেমন জীবন
সবটুকু জুড়ে তোমার মন,
নিজের আছে খুব অল্প,
পুরোটাই শুধু তোমার গল্প ।
তোমার সব মনেতে জমা
ভালবাসার মায়াময় বারতা
সব কী ছিল মিথ্যা
আমায় বলে দাও প্রিয়তমা।
ভেংগে দিও না প্রিয়
এই বিশ্বাসের শক্ত প্রহর,
অপেক্ষার ফল টুকু দিও
আমায় শুধু খুব প্রখর ।
তোমার শুধুই তোমার আমি
যদি চাও দেব শপথ,
জানে শুধু অন্তর্যামী
তোমাতে কতটা হয়েছি বধ।
জীবন সাথী তোমার সব দু:খ অনুভব বইবো
সারাজীবন এই বিরহের কষ্ট আমি সইবো
হারিয়েছি গন্তব্য মাঝ পথে
বাধাগুলো আমার সাথে সাথে।
চেয়েছি আরও চাইতে থাকব
যতক্ষণ আছে দম,
মরে গেলেও ভালবাসার
হবে না একচুল কম।
Inspired by the greatest lyricist Sameer Anjaan.