গভীর রাতের কোলাহল
কারো হাঁসি কারো চোখে জল ,
লালিত প্রেম পালিত ঘর
একঘেয়ে ভেবে ভেবে হয়ে যায় পর ।
শার্টে অচেনা সুগন্ধি জাগে
থতমত লিপস্টিকের রঙ লাগে ,
পিঠে আঁচড়ের নিষিদ্ধ দাগে
মুঠোফোনে পাসওয়ার্ড ঢেকে থাকে ।
কারো সম্পর্কের কবর
আরো ভাঙছে ঘর
মদের বোতলের কেনা সুখ
দিনশেষে একঘেয়ে অসহায় মুখ ।
তবুও চাই শুধু একঘেয়েমি ।।
একঘেয়েমি
যা চেয়েছি তা নয় দামী
তবুও হয়না মন ময়না
কাঠগড়ায় আসামী
চাই যে শুধু মরু ধূধূ একঘেয়েমি ।।