প্রতিদিন জীবন
প্রতিদিন মরণ
দিনের আলোয়
করে হরণ,
চাঁদের বুকে
চাঁদের বরণ,
মনের মনেতে
মন মন্থন,
ঘোর অমানিশায়
সব বরবাদ,
বিপন্ন দিনের
আসন্ন অবসাদ ;
চাঁদের আলোয়
ভাঙ্গে বাধ ,
চাঁদের ভিতর
আরেক চাঁদ;
রুপালী রূপসী
সাজ হয়ে উঠে
উত্তাল সাগরের
গভীর জলে ;
চাঁদ সওদাগর
চাঁদ সওদাগর
খুঁজে নাগর
প্রেমের সাগর ,
চাঁদের বুকে
চাঁদের প্রতিমা ,
চাঁদ সওদাগর
আর চাঁদের পূর্ণিমা |