ডুব দিয়েছে সুন্দরী যেন এক ফালি
নদীর সাথে বন্ধন মিতালী,
বুকে জড়িয়ে রূপসী চাঁদ
গাঢ় অন্ধকারে আলোর আবাদ |
আকাশ কে মনে হয় সুখী
রুপালী বহমান নদী,
জোছনার কণা বুকে নিয়ে বহো
জলের ভেতর চাঁদের প্রবাহ,
আকাশের বুকে জেগে থাকা চাঁদ
উড়িয়ে দিলেম দু:খ বিষাদ,
মাটির উপর শুয়ে থাকা নদী
শান্ত স্নিগ্ধ জল বইছে নিরবধি,
চাঁদ নদী জোছনা
মনের ব্যাকুল বাসনা ,
কখনও চাঁদের কণা
কখনও রুপালী জলকণা
কখনও জোছনাতে মূর্ছনা |