তুমি কি জানো তুমি কার সন্তান
তুমি কি জানো তুমি কার জাতক?
তুমি যার সন্তান সেই তোমার হন্তারক ঘাতক
পৃথিবী দাতা পৃথিবী ত্রাতা মহান
তুমি আমি আমরা তার সন্তান |
নদী সাগর আকাশ মেঘ
বৃক্ষ সবুজ ক্ষেত নীলিমা দিগন্ত
বাতাস বৃষ্টি চাঁদ জোছনা
দূর্বা কোমল ফুলজল প্রকৃতি সব
জীবনের জৈবিক গভীর অনুভব |
মনে প্রাণে জমে শ্যাওলা
পৃথিবীর বীজক্ষেত আজ অনুর্বর বিরান
ক্রমে ক্রমে পুড়ে পুড়িয়ে আজ মহাশ্মশান,
বেড়েছে যত্নহীন দু:সহ চাপ
বেড়েছে উষ্ণ উত্তাপ ,
হৃৎপিণ্ডের অলিন্দে ব্যাঘাত ব্যথায় বুক
পৃথিবীর গায়ে বাসা বেধেছে অসুখ ।
ব্যাপক বিশাল সম্ভার
শুধু নিয়েছি অপার
ফিরিয়ে দেইনি একবিন্দু বিনিময়
বেড়েছে শুধু বিনাশ আর ক্ষয়,
অতিবাহিত সোনালী দিন বাড়ায় ঋণ
বাড়তে বাড়তে উঁচু পাহাড়
পারছেনা সইতে আর অত্যাচার,
আমাদের সব অবহেলা বর্বরতা
আমরাই ডেকে এনেছি সেই অভিশাপ
প্রকৃতি জানে না প্রকৃতি চেনেনা ক্ষমতা
প্রকৃতি জানে না প্রকৃতি চেনেনা প্রতাপ,
পৃথিবী চেনে না রাজা উজির প্রজা
পৃথিবী তার নিজের
অমোঘ নিয়মে ফিরিয়ে
দিয়েছে করোনার সাজা |