দূরে গেলেই সব হারায়
কেন এত পুড়ে ,
নিঃস্ব হয়ে যাই
আছো সবটুকু জুড়ে।
জীবন থাকেনা জীবনে
ছটফট করে,
দূরে গেলেই যাই মরে
কাছে এলেই জাগে স্পন্দনে ।
দূরে গেলেই ফুরায় সব আয়োজন
যেন সাম্রাজ্য ছাড়া সিংহাসন,
কাছে এলেই সাজে ঘর দিনভর
বুকেতে ফিরে বুকের মন ।
দূরে গেলেই ঝরে জল
অসময়ে অবিরল,
কাছে এলেই অমৃতপান
সুধায় সুধায় ভরে প্রাণ ।