আমার হয়েছে সাড়া
আকাশের বুক চিরে
ক্ষয়ে পড়েছে তারা
ক্ষয়ে গেছে হৃদয় ;
গেছে যা ফিরবেনা তা
থাকে শুধু নিষ্ঠুর সময় ।
স্বপ্নগুলো ভেংগে গেছে
কষ্টে কাতর ,
তোমাকে হারিয়ে বুকে
বেধেছি শক্ত পাথর ।
পাথরের ভিতরে শক্ত গভীরে
হাহাকার আনচান
পাথর চাপা সবুজ ভুমি
অযত্নে চির বিরান ।