ঘুঘুর গলায় গাঢ় বিষাদ
কার জন্য এমন করে বাজে,
অনেক দূরের ওই চাঁদ
কেন এমন করে সাজে।
চাঁদ কী পারে বুঝতে
এমন বুকফাটা আনচান,
একটু যদি শুধু খুঁজতে
নদীর নি:সংগ কলতান !
ঘুঘুর এমন ডাক সকাতরে
পৌঁছে কী তার ঘরে,
কার জন্য কে এমন করে
না কইতে কইতে মরে ।
কহু কহু কহু শুধু
অচিনপুরে জলে মরুতে ধুধু,
শুদ্ধ প্রেম ওই টুকু
বুকের ভেতর একটা ঘুঘু।