মায়া তুমি টানো খুব বেশি
তুমি কান্না তুমি হাসি
মনে মন ছুঁয়ে পুড়ো অহর্নিশি,
বুকের অতল বলে ভালোবাসি ভালবাসি।
প্রতিনিয়ত ভুলে ভরা যত
বানোয়াট সব খেয়াল,
বিপরীত যে যার মত
গড়ছি দূরত্বের দেয়াল ।
অকারণ কেন কাঁদে মন
এইক্ষন যেন বিরহ আপন
উতলা অন্তরে আবেগ বেশি বেশি
বুকের অতল বলে ভালোবাসি ভালবাসি।
কাছের চেয়ে দূরে বেশি বেশি
ভাবনার আকাশ জুড়ে থাকো দিবা নিশি
দূরের মেয়ে কেন তোমায় এতো ভালবাসি
দূরে থেকে কেন এতো কাছে আসি ।