প্রথম অনুভূতির চিত্র
এতদিন পরেও অবিকৃত,
তুমি নাই ভাবনার সব হয় মাটি
যদি পাই কল্পনার সব পরিপাটি।
মাঝে মাঝে পরস্পরে
ক্রমে ভ্রমে যাই সরে
দূর থেকে দূরে
বেদনার অচিন-পুরে ।
পরক্ষণেই ফিরে আসা
মায়ার তেষ্টায় পিপাসা
নারী বাড়ে বাড়ে নদী
জল হয়ে টানো নিরবধি।
বুকের নদীর বাঁকে বাঁকে
হঠাৎ জলের আবেগ ডাকে
কান পেতে শুনতে বলে ধ্বনি
নদী যে প্রেমের নয়ন মনি।