বুকের ভেতরের কোমল অনুভব
ফিরে পেতাম যদি অনাবিল শৈশব,
বিষাদময় জীবন নদীর তীর
মনের মুকুরে সোনালি অতীতের ভিড় ।

সেইসব বন্ধুরা বুকের
আজো তারা  অনন্ত সুখের,
বিষম বন্ধন হয়েছে শক্তের
সেইসব বন্ধুরা আমার রক্তের ।

সময়ের ধুলো আস্তরণে
তবু  সবাই সবার মনে ,
একসাথে দেখতাম স্বপন
হৃদয়ে এখনো আমরা আপন ।

ভালমন্দে সুখছন্দে সেইসব বুকের বন্ধু
স্মৃতির ঝাপটায় চোখের কোণে অশ্রুবিন্দু ।
বন্ধু-বিহনে হৃদয়-ভূমি করুণ ভগ্নদশা
দেখা নাই কতদিন নাই উঠাবসা ।

নাই হৃদয়ের সাবলীল লেনাদেনা
চেনা মুখগুলো হয়েছে অচেনা ,
বৈষয়িক নাই কারো কোন  দায়
তবু  মনের কেন্দ্রে বন্ধু ছাড়া  অসহায় ।

যখন সময় ছিল সাদাসিধে গতিহীন
তখন আমরা ছিলাম আবীর জড়ান রঙিন
জীবনের সব সঞ্চয় দিয়ে ফিরে পেতে চাই
সেই সব স্বপ্নের সোনালি দিন ।

এখন সময় চলছে দ্রুতগতি
জীবন পারিপাট্যে ছায়াময় ফলবতী ,
শস্য ক্ষেতের সোনালী আনমনে মুগ্ধতার খেয়ালী  
আকাশের গভীর নীলে ভালবাসা ভরে রেখেছি তিলেতিলে ।

তবু সেই সব বন্ধুদের জন্য
বিষাদে ছেয়ে থাকে মনের দৈন্য
বুকের বন্ধু দিতে পারি সুদূরের নীলিমা
হৃদয়ের সবটুকু পরিসীমা  দিতে করবনা বিন্দুমাত্র কার্পণ্য ।

(প্রিয় বন্ধু আবু মুস্তাফিজ শাপলু ও সাজেদুল ইসলাম মারুফ কে উৎসর্গকৃত)