এত পোড়াও এমন করে দিবানিশি
ফিরিয়ে দিলে আবারো ফিরে আসি
হৃদয় আঙিনার সবটুকু করে ঘেরাও
কখনও আশ্রয় কখনও শুধু ফেরাও।
বন্ধ দুয়ার খুলে দাও এইটুকু দাবি
তোমার কাছে লুকানো সুখ চাবি,
তোমার অস্পষ্ট অচেনা কণ্ঠস্বর
ভেতরে বাইরে তুলে তুমুল ঝড়।
কেন মন প্রাণ এত এত চায়
যেন নিজের কাছে নিজে অসহায়,
প্রাণহীন স্পন্দন বিহীন জীবন নিথর
তুমি ছাড়া বুকে বাস করে শক্ত পাথর।