১)
যেন অসময়ে বয়ে
চলা বসন্তের হাওয়া,
তোমার মায়াবী শীতল
একটু খানি ছোঁয়া।
যেন অনন্ত সুধা
আপন অবগাহনের কূপ
বলতে নেই দ্বিধা
সুখবোধের আরেক রূপ।
ভাবনাতে আমায় তুমি
নিয়ে দাও ডুব,
তোমার না পাওয়া টুকু
ভোগায় কেন খুব।
মনে হয় পুরো পৃথিবী
যেন ভালবাসা বিমুখ
মায়াহীন জীবনে তুমি
আমার একটুখানি সুখ।
২)
তোমার শূন্যতা আনে
ভীষণ আবেগী রাত,
মিলনের মোহে আসে
আরেকটি রাঙ্গা প্রভাত।
কল্পনার আকাশে উড়ে
তোমার নীল আঁচল,
তীব্র বিষাদ বিরহে
চোখের কোণে জল।
মনের গোপন ব্যাকুল
বাসনার ভাঁজে ভাঁজে,
সুখের পারদ বাড়ে
তোমার স্পর্শের আঁচে।
কেউ কী বুঝতে পারে
কেউ কারও মাঝে,
দেহ মনে নিরাকারে
এভাবে কেউ বাঁচে?