জীবনের সব প্রাপ্তিযোগ
ভরুক অথবা শূন্য হোক
তবুও পূরণ হয় বৃত্ত
ফুরিয়ে যাচ্ছি সত্য,
কখন ঝড়ো হাওয়া মৃদু মন্দ
আপনারে জানিনা এখনও কিন্তু
জন্মদাতার ভালবাসার বিন্দু
ফুটতে ফুটতে সিন্ধু ,
অনন্ত নীল সকাল
মেঘেতে সূর্য আড়াল
দুপুর বিকেল সন্ধ্যা রাত
এইতো বৃত্তের শেকল ,
অনাদিকালের সুখ শান্তি বিরহ বেদনা
এভাবেই যাপন আসা যাওয়া নিত্য
হাসি কান্না বাড়ছে ভরছে বৃত্ত
জীবন ক্ষয়ে ক্ষয়ে ধূসর অনাবিল রঙিন
বৃত্ত ছুঁয়েছে আবার আরেকটি জন্মদিন ।