বৃষ্টি পড়ে ভালবাসায়
বৃষ্টি পড়ে গভীর নেশায়,
বৃষ্টি পড়ে আপন সুরে
বৃষ্টি পড়ে ঝুম ঝুম নুপুরে।
হাহাকারের শব্দ জানি
বৃষ্টি এমন অভিমানী,
আকাশ তবুও নীরব
বুকে বৃষ্টির উৎসব ।
বৃষ্টি পড়ে গভীর বেদনায়
বৃষ্টি পড়ে আনন্দ ধারায়,
বৃষ্টি পড়ে তৃষ্ণায় তৃষ্ণায়
বৃষ্টি পড়ে বিষণ্ণ মায়ায় ।
বৃষ্টি করে ডাকাডাকি
ভিজিয়ে পরান পাখি ,
প্রেম গুলো লুকিয়ে আছে
অনেক দেনা বৃষ্টির কাছে।