প্রবল বৃষ্টি নামে
আবার বৃষ্টি থামে
বৃষ্টিতে ভিজে সব ফুল
বৃষ্টিতে মন আনচান ব্যাকুল,
আপন আশ্রয় তরুতল
কানায় কানায় পূর্ণ জল
এখানে গিয়েছি থেমে
বুঁদ হয়ে গভীর প্রেমে,
পেতাম যদি একটু ছোঁয়া
ঘ্রাণ হয়ে উড়ত ধোঁয়া
মোহময় লাবন্য মুখখানা
ওষ্ঠ চিবুক সবটুকু জানা,
রূপার আলোয় ভরা
গাঢ় আঁধারের বসুন্ধরা,
বশ করতে রুপালী চাঁদ
মায়াবী জোছনা পেতেছে ফাঁদ |