বাসনার বাহুডোরে ধরতে
সবুজ ভূমি পায় না ছুঁতে,
কালো মেঘ দলের বিষাদে
আকাশ কাঁদে বৃষ্টি পড়ে ।
বৃষ্টি পরে আকাশের বেদনা ঝরে
বৃষ্টি পরে দু:খময়ীর মুখে,
বৃষ্টি পরে হারানো দিনের সোনালি শোকে
বৃষ্টি পরে ব্যথার বুকে।
আর্ত রজনী নিভৃত একাকী
গহন আঁধারের প্রিয়তম জোনাকি,
একলা থাকি একসাথে জাগি
লাল নক্ষত্র জ্বলে রাত বিবাগী ।
অবচেতনে বারে বারে অন্ধ মানুষ
বিদগ্ধ দহনের রাত হয়না প্রত্যূষ ,
যন্ত্রণার গলা টিপে তবু অনি:শেষ
দিনের মাঝে থাকে রাতের আবেশ।
*শাপাই*