কান্না হাউমাউ জ্বলে দাউদাউ
আগুনে জলের ফোঁটা অল্প অল্প
নিভে না শুধু বাড়ে সীমাহীন আকারে ,
গভীর অতলে বরফকলের গল্প।
অসুর হাতে রক্তপাতে
শূন্য থেকে হয় তবে পূর্ণ
সময়ের দংশনে সব হবে চূর্ণ
জীবন নিংড়ানো যা নয় কল্প,
গভীর অতলে বরফকলের গল্প।
জীবন কুলি সময় ঢুলি
হারিয়ে ছন্দ হয়েছে মন্দ
আজকে তা নিকৃষ্ট বুলি
অনিবার্য অন্ধকার নাই কোন বিকল্প
গভীর অতলে বরফকলের গল্প।