বন্ধুতা শক্ত সুতা
আলতো করে গাঁথা,
এক নাটাইয়ের ঘুড়ি
তবুও বাতাস ছাড়াই উড়ি ।
এক নাটাই জীবন কাটাই
বন্ধনের তরী
তুমি যদি উড়াও বন্ধু
তবেই আমি উড়ি ।
শূন্য থালাই পূর্ণ বন্ধু
নাই এক কানা কড়ি ,
তবুও বন্ধুর নাই জুড়ি
তুমি যদি উড়ো বন্ধু তবেই আমি উড়ি ,
রক্তের নয় তবুও স্বজন রক্তের
আত্মীয় নয় তবুও আত্মার বন্ধন শক্তের
বন্ধুতা শক্ত সুতা
এক নাটাইয়ের ঘুড়ি ,
দোস্ত বন্ধু গোসাই সাকাই
কইগো আমার শোই!
বুকের ভিতর কাঁপে কেমন
আহারে বন্ধু তোরা কই ?
বিপদে আপদে অনায়াসে
থাকে সদা পাশে,
বন্ধু আমার ভরা দুঃখে
সুখ হইয়া হাসে ।
উৎসর্গ- শুদ্ধ আত্নার শুদ্ধ মানুষ প্রিয় বন্ধু ডা: প্লাবন বসু , বন্ধু আপনার জন্য আমি সব করতে পারি। এভাবেই বুকের বন্ধু হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত পাশে থাকবেন।