সারাক্ষণ তোরে চাই তাই
বন্ধু তোরে বুকে ভইরা
ভেতরে তালা দিয়া দিসি
প্রাণবন্ধু জানে না কত ভালোবাসি।
মধু সব হইবো তিতা
বন্ধু যদি হয় মিথ্যা,
মিথ্যা তবে মন
মিথ্যা তবে জীবন।
বন্ধু চির সত্য
তুই জীবনের অর্থ
জানে না কত ভালোবাসি
বন্ধু তোরে বুকে ভইরা
ভেতরে তালা দিয়া দিসি।
বন্ধুরে তুই দিনের মত পষ্টো
তোকে ঘিরেই জীবনের সব কষ্ট,
দূরে থাকলেও সদা কাছাকাছি
বন্ধুরে তোরে বুকে ভইরা
ভেতরে তালা দিয়া দিসি।