এক সাথে কাঁদে এক সাথে হাসে,
অনুভবের ফাঁদে কাছে নেই তবুও পাশে,
কোন রূপকথার রাঙ্গা সকাল হয়ে আসে
অন্তরে সেই তাজা ফুলের গন্ধ,

ও বন্ধু বন্ধুরে তোর জন্য আমি অন্ধ ।।

অনাবিল সুখ আর মায়াবী মুখ
স্নিগ্ধ আলো ফুটে বুকেতে বুক
আহা সেই স্বপ্ন দেখার দুয়ার কি বন্ধ
ও বন্ধু বন্ধুরে তোর জন্য আমি অন্ধ ।।

চেনা সড়কে অচেনা পথিক
জানে না কোনটি সঠিক,
ধুলোমাখা গোধূলি স্বপ্নের দিনগুলি
আহা সেই মায়াময় ছন্দ
ও বন্ধু বন্ধুরে তোর জন্য আমি অন্ধ ।।


(উৎসর্গ- আমার সকল প্রাণের বন্ধুদের  )