কী যাদু করেছো তুমি আমারে
মন জুড়ায়না,না দেখিলে তোমারে,
আশায় থাকি,বন্ধু তুমি কোন দূরে
খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে।
নদীর পানিত ডুইবা থাকি
বন্ধুরে পরান দিয়া ডাকি,
যাও নদী আমার ছোঁয়া পানি দিও বন্ধুর অন্তরে,
খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে
ও বন্ধুরে,
খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে।
বন্ধু বিনে বর্ষা ছাড়াই ভাসি কষ্টের বানে,
পরান ছোঁয়া বাতাস দিলাম
ছুইয়ো বন্ধুর পরানে,
বুকের বেদন এমন বুকে ফাইটা মরে
খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে
ও বন্ধুরে
খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে।
বন্ধু আমার সুখের ভাবনা বুকের শান্তি,
এক নজর দেখলে ফুরায় সব ক্লান্তি।
বন্ধুর আমার এক ফালি চাঁদ ভাঙ্গা কুঁড়েঘরে
খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে
ও বন্ধুরে
খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে।