শোনো শোনো জগৎবাসি
প্রকাশ করা যায় যত,
তার চেয়েও বেশি তত
বন্ধু প্রাণভোমরা ভালবাসি ভালবাসি।
আকাশ বাতাস বৃক্ষ ফুল
ভুইলো না গো তোমরা একচুল,
বন্ধুর পথের ধূলো আর কাদা
সবখানে পিরিত আমার বাধাঁ।
অতুল প্রেমের মানিক আন্ধার
আছেন প্রেমিক সুকুমার ,
সাধু ফকির বলে
বন্ধুর প্রেম নি:শ্বাস হয়ে চলে ।
শ্রাবনের উতলা বাতাসে
শরীর ছুঁয়ে আসে
পরান বন্ধুর গায়ের গন্ধ
সেই গন্ধে হলাম অন্ধ।
ধরতে ব্যাকুল বুকের মায়ার পাহাড়
হয় যে বাউল মন বার বার ।