ভরা নদী যেমন কইরা
ঘরবাড়ি সব করে বিলীন,
বন্ধুয়ার টান করে আনচান
তেমনি না দেখলে একদিন।
বন্ধুয়া তোমায় ছাড়া
আমি সর্বহারা,
পরান কান্দে সারাক্ষন কান্দে
বুক বান্দে পাথরে মন বান্দে।
দেখা যায় না ছোঁয়া যায় না
বুকের মধ্যে মায়া,
কেমন করে থাকি বন্ধু বিহনে
চোখের জল বিছাইয়া বিছাইয়া।
পারতাম যদি ছু্ইতে
তারে সিন্দুকে ভরে রাখতে,
পারতাম যদি বন্ধুয়ার মায়াতে
সারাজীবন কাটাইতে!