কৌটাতে ভোমরার প্রাণ
যেমন লুকানো থাকে,
তেমন করে বন্ধু আছে
পরানের বাঁকে বাঁকে।

বন্ধু আগাগোড়া
বন্ধু প্রাণ ভোমরা,
বন্ধু বাঁচা মরা
বন্ধু বিনে ভালবাসার খরা।


যেন কৌটাতে ভরে প্রাণ
কৌটা নিয়ে গেছে,
বন্ধু নেই কাছে
তাই বাঁচে না আর জান।

অন্তর পুড়ল প্রেম মরল
বিচ্ছেদে হলাম পাগল,
ঘর ছাড়লাম পথে পথে
পড়ল চোখের জল ।

বন্ধু আগাগোড়া
বন্ধু প্রাণ ভোমরা,
বন্ধু বাঁচা মরা
বন্ধু বিনে ভালবাসার খরা।


মায়া দিয়া ছায়া দিয়া
করল যে মনচুরি,
বাউল হয়ে এখন
শুধু দেশে দেশে ঘুরি,

বন্ধু আগাগোড়া
বন্ধু প্রাণ ভোমরা,
বন্ধু বাঁচা মরা
বন্ধু বিনে ভালবাসার খরা।