তোমার জন্য ভোরের হাওয়ায় ভাসে
মিষ্টি বকুলের ঘ্রাণ,
তোমার জন্য পাখির ডাকে উদাস বুকে
জুড়ায় পরান ।
বুকে মুখে মগজে আঁকি
প্রাণেতে এক হয়ে থাকি,
তোমার জন্য রাতে জেগে লেখি
বন্ধু আর বাধনের গীত,
বন্ধনে স্পন্দনে সদা একজন সঞ্জীব পুরোহিত ।
মেঘে মেঘে বাজনা বাজে
তোমার জন্য প্রকৃতি সাজে ,
তোমার জন্য শিল্প সাধন সৃষ্টি
তোমার জন্য আকাশ ভেঙ্গে নামে বৃষ্টি ।
তোমার জন্য লেখা টুকু অর্পন
হে সুপ্রিয় কবি,
দেখো তোমার জন্য সবুজ বন
হয়েছে নান্দনিক ছবি।