হৃদয় স্টেশনের মৃদঙ্গে
ভালবাসা ভাসে তরঙ্গে
ব্যাকুল পাবার ইচ্ছে
যাকে কেড়ে নিচ্ছে ,
লেগেছে বিরহের আগুন
এসেছে তবু ব্যথার ফাগুন ,
খাঁচা ভেঙ্গে কষ্ট পাখির ঝাঁক্
না পাওয়াটুকু অনুভূতিহীন হয়ে থাক ।
যোগাযোগের আন্তজাল নিষ্ক্রিয়
সংকেত বিহীন ,
মুঠো ফোনের উচ্চ মিনার অক্ষম
বনবাসে শুরু দিন,
তবু সংকেত এই চিত্তে
কার জন্য সাড়া দিচ্ছে
তারবিহীন হৃদয় স্টেশন
বিরস এই ভ্রমণ,
অজানা হৃদয় রশ্মি
পাঠাচ্ছে উচ্চশক্তি ,
নির্জন গহীন রাত মায়া জোছনা
জল জঙ্গল জুড়ে
কামনার আগুনে পুড়ে
শরীর মোহনা ।
(কটকা , সুন্দরবন ১৫-০২-২০২০ )