যখন বইছিল উতলা হাওয়া
চলতে চলতে খুঁজে পাওয়া,
ভীষণ ঘনিষ্ঠ একটি বিহঙ্গ
যার জন্য হলাম এত অন্ধ।
ছুঁয়ে দেখার অসীম সাধ
তবুও ছোঁয়া যায় কী চাঁদ,
তীব্র স্রোতের মত জীবন
বুকে বয়ে যায় শিহরণ।
অভিমানের ঢেউ ভাঙ্গে তীর
মনের গোপনে গড়া একটি নীড়,
লুকানো অনুভবের শক্ত ভার
একলা একা সইছে না আর।
মগ্নতায় ডুবে মোহটুকু এনেছি কিনে
মনের দায়ে বাড়ছে দেনা শুধু ঋণে,
বেদনায় কেঁপে উঠে সুখ বন্ধন
লুকিয়ে রাখা যায় না কষ্ট ক্রন্দন।
যখন দুটি পথ হয়ে যাবে ভিন্ন
তখন থাকবেনা একটুখানি চিহ্ন,
বুকের ভেতরের গভীরে যা সব
সুখের যন্ত্রনায় করবে বোবা কলরব।