নিঝুম রাত বলছে কথা
বুকের সব বিজন ব্যথা,
মন পাখি ধরেছে বায়না
ইচ্ছে ঘুড়ি উড়তে ডানা।
অসময়ে বহে দক্ষিণা হাওয়া
পাথরের বুকে পরম পাওয়া,
একসাথে কাঁদে গাছের পাতা
জল ছুঁয়ে যাবে মেঘের ছাতা।
যা জোনাকি হয়ে মন পাখি উড়ে যা
ভেঙ্গে দিয়ে রাত দুপুরের নীরবতা,
ফুলের সাথে ঘাসের সাথে হবে দেখা
একলা একা বলবে আমার চুপকথা।
বিশ্বাসের বীজে বলবান ভরসা
জলের তেজে ফলবান বরষা,
আবেগের বেগে যা বিচ্ছেদ বেদনা
বিয়োগ মানে যোগ তা আসলে সোনা ।