পুলিশ আর জনতা
একে অন্যের আস্থা,
মানুষের দোরগোড়ায়
সেবার একটাই ঠিকানা।
এসেছে নতুন দিন
বিট পুলিশিং
হাতের নাগালে
শহর গ্রামে সবখানে সেবা।
বিট পুলিশিং গ্রামেগঞ্জে ওয়ার্ড ইউনিয়নে
বিট পুলিশিং প্রজাতন্ত্রে সেবার মহামন্ত্র
বিট পুলিশিং নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে
বিট পুলিশিং জনবান্ধব বিট পুলিশিং।
শহরের সুবিধা গ্রামে গঞ্জে
পুলিশ জনতার মেলবন্ধনে
সেবা নানাবিধ জবাবদিহিতার তাগিদ
ইউনিয়ন ওয়ার্ড একেকটি বিট ।
হাওড় বাওড় দুর্গম চর
পুলিশ খুঁজে নিবে ঠিকই আপনার ঘর,
বিট পুলিশিং গ্রামেগঞ্জে ওয়ার্ড ইউনিয়নে
বিট পুলিশিং প্রজাতন্ত্রে সেবার মহামন্ত্র
বিট পুলিশিং নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে
বিট পুলিশিং জনবান্ধব বিট পুলিশিং।
তৃণমূলের মানুষের হবেই স্বস্তি
পুলিশের আন্তরিক সরব উপস্থিতি।
অসহায় নিপিড়ীত সবার যোগসূত্র
জনমানুষের কল্যাণে আবর্ত
হাওড় বাওড় দুর্গম চর
পুলিশ খুঁজে নিবে ঠিকই আপনার ঘর।
বিট পুলিশিং গ্রামেগঞ্জে ওয়ার্ড ইউনিয়নে
বিট পুলিশিং প্রজাতন্ত্রে সেবার মহামন্ত্র
বিট পুলিশিং নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে
বিট পুলিশিং জনবান্ধব বিট পুলিশিং।