চেনা সময় গুলো অলীক মায়ায়
বাড়ে বাড়ে হাত বাড়ায়
ফুরিয়ে গিয়ে দিলো ফাঁকি
এখনও অনেক পথ বাকী।
একটু আলোর জন্য চেয়ে থাকি
অসীম অনুভূতি হতে ডাকি,
আমায় ছুঁয়ে যায় জোনাকি
অন্ধকারের অতলে একাকী
দু:সহ একাকী বিষণ্ণ জোনাকি।
আকাশের বিশালতায় বাঁচে
অনন্ত নক্ষত্র রাজি,
মন থেকে শরীর
হৃদয়ের গভীর নাগাল পেতে কারসাজি ,
বুকে থেকেও পায় না তারে ,
নি:সঙ্গতা আর ঝলসে যাওয়া হাহাকারে
দগদগে আঁধারে একসাথে জেগে থাকি
শূন্যতার ছায়ায় ডুবে থাকি
একাকী দু:সহ একাকী একাকী বিষণ্ণ জোনাকি।