আমার আছে বড়াই আছে মাটিজল
জগতের সবাই পায় আমার ছায়াতল;
বটগাছ ভাবে বড় আমি একটা আকাশ
তুমি থাকো নিচে করব তোমায় শুধু উপহাস|
সর্বেসর্বা ইচ্ছে আমার নাই কোন দায়
আমারে ছাড়া তোমার নাই যে উপায়
আবোল তাবোল সময়ের ছোবল মানেনা নিঠুর
জানেনা বাঁশি বদলায় শুধু বদলে না সুর;
সময়ের হাতা ধরে তার ছাতা
উদারতার মধুরতায় যে বটগাছ উঁচু
প্রতাপ অহমিকা শুকালে শাখা প্রশাখা
একদিন তুমিও হবে অনেক নিচু |
বাইরে তোমার ছায়া তলের মিছে জৌলুস
মুখোশের বিষবৃক্ষ একদিন খুলবে খোলস ;
ক্ষমতায় মজে আছো আজ
করো অপরের সম্মান হানি
নিয়তি ঠিক ফিরিয়ে দিবে চিরায়ত বানী
আরেক দিন আজকের সব জড়া গ্লানি |