তুমি নেবে আমার হাত ?
মুঠো শক্ত করে
রাখবে আঁকড়ে ধরে
দিন থেকে রাত ।
তুমি নেবে আমার চোখ ?
চাইলেই দেখবে
চোখ বুজলেই সারবে
নিমিষেই সব রোগ ।
তুমি নেবে আমার কান ?
সকাল সন্ধ্যা শুনতে পাবে
তোমার জন্য লেখা সব গান,
আকুল শব্দগুলোর বিস্ফোরণ
যত্নে গড়া শব্দেরা কত আপন ;
তুমি হবে আমার হৃদপিণ্ড ?
তুমি আমার অলিন্দ,
প্রতিক্ষণের হৃদ স্পন্দন
তোমার নামে হয় রক্ত সঞ্চালন ।
সত্যি আমি আর আমি নেই
সব অনুভূতি তোমাতেই,
করেছি সম্প্রদান কালজয়ী প্রেমের মত মহান
বিরস কবির প্রেমের বয়ান ।